থাকলে হাতে দেয়না মূল্য
গেলে বলে হায়,
হাপিত্যেশে তখন দেখ
কপালটা চাপড়ায়।
তখন আমার নামে কত
মিষ্টি কথা কয়,
বড় ভালো ছিলাম নাকি
এখন সহজ নয়।
কেহ আবার আমার সাথে
বন্ধু বনে রয়,
সঠিক পথে করে যে ব্যয়
করেনা মোর ক্ষয়।
আমায় কাজে লাগায় যারা
তারা সফল হয়,
চক্ষু বুজে করতে পারে
পৃথিবীটা জয়।
জন্ম থেকে থাকি সাথে
যেন মানিকজোড়,
আমায় দেখে আগে বাড়ে
সাধু কিংবা চোর।
ধনী গরিব সবার সাথে
থাকি যে লেপ্টে,
সবার কাছে প্রশ্ন আমার
বলো তো মুই কে?