ঘেঁষতে কাছে চায় না যে কেউ
তবু আমায় সয়,
বুকে পাথর বেঁধে কেহ
ঘরের বাহির হয়।

এক নিমেষে ধরার বুকে
নামাই অন্ধকার,
জীবন প্রদীপ মুছে গিয়ে
শুধু হাহাকার।

পথ চেয়ে রয় দিনে রাতে
প্রাণের আপনজন,
আসবে ফিরে হাসিমুখে
অমূল্য রতন।

একই হয়না সবার ভাগ্য
কারো ভালে সুখ,
কারো আবার জীবন জুড়ে
বসত করে দুখ।

আমার জন্য আধিপত্যে
অদল বদল হয়,
আজকে রাজা কালকে যে সে
ফকির হয়ে রয়।

রাজ্য জুড়ে চলে আমার
অমানবিক খেল,
পুরো বিশ্ব ভাঙে তখন
ন্যাড়ার মাথায় বেল।

আমার ভয়ে দিবা-রাত্র
সকলে কাঁদে,
সবার কাছে প্রশ্ন আমার
বলো আমি কে?


অনেকদিন পর আবারও নিয়ে এলাম ধাঁধা কবিতা, আশা করি সবাই চেষ্টা করবেন উত্তর দেওয়ার।