দু’দিনেরই মেহমান হয়ে এসেছি এই ভবে
বিনা খামের ডাকে সাড়া নিশ্চিত দিতে হবে।
নেইতো জানা ডাকটা যে ঠিক কখন হবে বিলি
কোন রূপেতে থাকবো তখন শংকায় সময় গিলি।
ছেলে-মেয়ে স্বজন মিলে করবে পালন রীতি
আসবে রেখে আঁধার ঘরে থাকবে কেবল স্মৃতি।
পাহাড় সমান আমল নিয়ে পাবোনা পার কেহো
রবের কৃপা বিনে সবার তপ্ত মাটির গেহো।


উৎসর্গ :- আমার শ্রদ্ধেয়া শাশুড়ীকে, যিনি গতকাল সোমবার সকালে ইন্তেকাল ফরমাইয়াছেন।