চক্ষু মেলে হঠাৎ দেখি
করছে আকাশ কান্না,
তার সাথে তাই তাল মিলাতে
করবোনা আজ রান্না।

কেউ যদি গো বলে আমায়
খাবারের কি হলো,
মুখটা ঝামটে বলবো আমি
লকডাউনকে বলো।

দেশটা কি ভাই মগের মুল্লুক
কর্তা পাবে ছুটি?
লকডাউনে গিন্নী কেবল
বেলে যাবে রুটি?

সরকার বেটা লকডাউনটা
কার হুকুমে দিলো?
গিন্নীর কথায় চুলো জ্বলে
তা কি ভেবেছিল?

আজকে থেকে হুকুম কড়া
বিজ্ঞপ্তিটা শুনো,
লকডাউনের অজুহাতে
হবে তুলো ধুনো।

থাকতে সুখে রাজ্যে গিন্নীর
হুকুম জারি হলো,
কর্তারা সব জান বাঁচাতে
মুখটা বুজে চলো।