ব্যাথার মলম খুঁজতে গিয়ে
হারালাম হায় খেই,
জমানাটা গেছে পাল্টে
আগের কিছুই নেই।

রক্তের বাঁধন গিয়েছে দূর
স্বার্থান্বেষী কাছ,
সুসময়ের মানুষগুলো
দুঃখে কাটে পাছ।

শ্বশুরালয় করে আপন
মা-বাপ করে পর,
বৃদ্ধাশ্রমে দেয় পাঠিয়ে
স্ত্রৈণ কিছু নর।

আছে কিছু নারী চরম
কুচকুচে অন্তর,
শ্বশুরবাড়ি এসেই তুলে
সর্বনাশী ঝড়।

সুতো কাটা ঘুড়ি মোরা
গেছি ভুলে ভাই,
মনের সুখে খাচ্ছি ঘূর্ণী
নাটাই কোথায় পাই!

জীবনটা এক চলচ্চিত্র
যাই যে ভুলে সব,
রঙের মেলায় ডুবে করি
বিফল কলরব।


বিঃদ্রঃ- বর্তমানে খুব বেশি ব্যস্ত থাকায় নতুন কোনো লেখা হয়ে উঠছেনা। এটা আমার অনেকদিন আগের লিখা। দেখলাম বাংলা কবিতায় দেওয়া হয়নি। তাই দিয়ে দিলাম।