অনু কাব্য ৬
ভ - ভাসে ভোরের ভেলায়, ভগ্নী ভয়ে ভ্রষ্ট,
ম - মাখে মুখে মধু, মায়ের মুখটা মিষ্ট,
য - যাবে যাদুঘর, যেতে যত যাতনা,
র - রবে রস, রঙ্গে, রমণী রাধা, রত্না।
অনু কাব্যের সমাপ্তি
ল - লিখে লড়াই, লম্পট, লাঠিবাজ লিকলিকে,
শ - শাসায় শাসনকর্তা, শিক্ষানবিস শিখে,
ষ - ষোড়শী, ষোলকলাতেই ষোল-আনা,
স - সহে সকল সংকট, সামলিয়ে সীমানা,
হ - হয় হাবাতে, হৃদয়ে হাতুড়ের হানা।