বাবাকে যে পড়ে মনে ভীষণ মনে পড়ে
বুকের ভিতর চাপা ব্যাথা ব্যাকুল হয়ে ফিরে,
বাবা আমার গেছেন চলে মহান রবের ডাকে
পাঁচটি বছর চলে গেছে জীবনের কোন ফাঁকে।
বাবা আমার চলেই গেছেন পাইনা তাকে খুঁজে
পড়লে মনে তাহার কথা মুখটি বুকে গুঁজে,
আষাঢ় মাসের বারিধারা দুই চোখেতে ঢলে
বুক খানি মোর যায় ভেসে যায় নোনা পানির জলে।
শৈশবের সেই সোনালী দিন বড্ড মনে পড়ে
দূর থেকে দূর যেতাম হেঁটে হাতটি বাবার ধরে,
স্কুল থেকে ফেরার পথে রেস্তোরাঁতে গিয়ে
বাপ বেটিতে ভোজন হতো নানা খাবার দিয়ে।
ঈদের দিনে সেজে গুঁজে নতুন কাপড় পরে
বাবা মোদের নিয়ে যেতেন আত্মীয়দের ঘরে,
তাকে পেয়ে খুশী মনে সবাই হতেন জড়ো
ছিলোনা যে পকেট ভারী মনটি ছিল বড়।
সাহসী আর সৎ হওয়া যে বাবার দেয়া দীক্ষা
অন্যের সুখে সুখী হওয়া তারই দেয়া শিক্ষা
তাইতো আজো আমার কাছে তিনি বড় পাওয়া
রবের কাছে তাহার জন্য শ্রেষ্ঠ জান্নাত চাওয়া।