আমার কাছে ভালোবাসা স্বর্গীয় এক জিনিস,
খাঁটি ভালোবাসায় কভু ঘটেনা উনিশ-বিশ।
শুদ্ধ ভালোবাসায় নাই যে অশ্লীলতার বিকাশ,
নিষিদ্ধ সব  কাম ভাবেতে করেনা সর্বনাশ।

প্রেমের নেশায় মত্ত হয়ে অশ্লীলতা ছড়ায়,
বৈবাহিক সম্পর্ক ছাড়া অঙ্গাঅঙ্গি জড়ায়।
অবৈধ সব প্রেমের জন্য কত খুনাখুনি,
বউ মজে পরকিয়াতে জামাই ধরে টুনি।

এসব নাকি আধুনিক প্রেম আমি বলি ধুর ছাই,
নোংরামি আর কদর্যতায় সত্যিকারের সুখ নাই।
আদম হাওয়ার প্রেম করে যাও সঠিক পন্থা ধরে,
স্বর্গীয় সুখ মিলবে সেথা সুখের সংসার গড়ে।