জন্মভূমির মাটির তরে আজো কাঁদে প্রাণ,
বহুদূরে আছে তবু স্মৃতিতে অম্লাণ।
ষড় ঋতুর দেশটি আমার রূপের সে যে রানী,
তাহার প্রেমে সদাই বিভোর তাকেই সেরা মানি।
গ্রীষ্ম কালে মনটা ভরে নানান ফলের গন্ধে,
বর্ষা কালে বাদল নাচে টাপুর টুপুর ছন্দে।
শরৎ কালে মেঘের ভেলা আকাশেতে ভাসে,
হেমন্তের ঐ নবান্নেতে কৃষকেরা হাসে।
শীতের কালে পিঠা পুলির লাগে কি যে ধুম,
বসন্ততে কোকিল ডাকে পালায় চোখের ঘুম।
আমার মায়ার জন্মভূমি তোমায় ভালোবাসি,
সাধ খানা খুব, শেষ হাসিটা তোমার কোলেই হাসি।