শশীর আলো হেরি নয়ন
জ্যোৎস্না বাসে ভালো,
অংশুমালী প্রাণের সখা
করলো ভূবন আলো।
নিশিক্ষণে স্বাতির সনে
হাসি মিটিমিটি,
অম্বরে তাই করি বিলি
মন কাননের চিঠি।
সমীর এসে দোল দিয়ে যায়
সুপ্ত মনের দ্বারে,
কুসুম-কলি ছড়ায় খুশবু
তেপান্তরের পাড়ে।
প্রজাপতির ডানায় চড়ে
দিগন্তে দেই পাড়ি,
আবিলতার হোক অবসান
ছিন্ন করে নাড়ী।
নিখিল ধরায় আর্তি জানাই
আর করোনা দেরী,
তোমার বুকে মেলে পেখম
করবো স্বপ্ন ফেরি।
ভূমন্ডল ঐ সৃষ্টি তাঁরই
প্রজ্ঞাময় হন যিনি।
দাও মুছে দাও সকল গ্লানি
থাকব চিরঋণী।