কবিতাঃ স্বপ্ন
লেখকঃ হোসাইনুর রহমান সাগর

স্বপ্ন দেখে মানুষ নিজের
জীবনকে সাজিয়ে তোলার,,,,,
আমি স্বপ্ন দেখি শুধু
এ দেশকে সাজিয়ে তোলার,,,,

স্বপ্ন দেখি এ দেশের মানুষের
থাকবে না কোনো ভেদাভেদ,,,,
আমি স্বপ্ন দেখি ধনীরা সম্মান দিবে
এ দেশের শত-শত গরিবের,,,,,,

আমি স্বপ্ন দেখি  লাগবে না ঘুষ
সরকারি চাকরিতে  শিক্ষিত বেকারের,,,,,
আমি স্বপ্ন দেখি কর্ম শেষে
থাকবে মুখে হাসি মানুষের,,,,,,,

আমি স্বপ্ন দেখি শিশুশ্রমের বদলে
থাকবে কলম আর বই হাতে তাদের,,,,,
আমি স্বপ্ন দেখি এ দেশ হবে আধুনিক
আরো দেখি একটা শিক্ষিত সমাজের,,,,,

আমি স্বপ্ন দেখি থাকবে না দালাল
নিবে না লুটে অর্থ এই হতভাগা গরিবের,,,,,
আমি স্বপ্ন দেখি অবসান হবে অত্যাচারিদের,
আমি স্বপ্ন দেখি বিনা অর্থে হবে চিকিৎসা
নিম্ন আয়ের সকল পরিবারের মানুষের,,,,,,,

আমি আরো স্বপ্ন দেখি এ দেশের
মেলা হবে মাঠে সোনার ফসলের,,,,,
আমি স্বপ্ন দেখি মানুষের দ্বারে পাবে কি ঠাই
এ দেশের পিতৃহীন বঞ্চিত শিশুদের।
আমি স্বপ্ন দেখি শুধু এ দেশের মানুষের।