কবিতাঃ শৈশবের কথা
লেখকঃ হোসাইনুর রহমান সাগর
মনে পড়ে কি তোমার
সেই শৈশবের কথা,,,,,
একটু একটু হামাগুড়ি
আর হাটতে শিখা,,,,,
মানে পড়ে কি তোমার
সেই স্কুলের প্রথম দিনের কথা,,,,
মনে কি পড়ে তোমার
সেই গ্রামের খেলার মাঠের কথা,,,,,,,
মনে পড়ে কি তোমার
সেই সবাই মিলে টেলিভিশন দেখার কথা,,,,
মনে কি পড়ে তোমার
সেই নদির ধারে ঘুড়ি উড়ানোর কথা,,,,,
মনে পড়ে কি তোমার
স্কুলে পাঠ করা দেশের শপথ এর কথা,,,,,
মনে কি পড়ে তোমার,,,,
স্কুল শেষে পায়ে হেটে বাড়ি ফেরার কথা,,,,,
মনে পড়ে কি তোমার
সেই মায়ের বকুনির কথা,,,,
মনে পড়ে কি তোমার,,,,
ঝড়ের দিনে আম কুড়ানোর কথা,,,,,
মনে পড়ে কি তোমার
কেরোসিনের আলোয় পড়তে যাওয়ার কথা,,,
মনে পড়ে কি তোমার
চাঁদের আলোয় ছুয়োছুয়ি খেলার কথা,,,,,,,,,,
মনে পড়ে কি তোমার
সবাই একসাথে বনভোজনের কথা,,,,,
মনে কি পড়ে তোমার,
নদির ধারে দাঁড়িয়ে দেখা সূর্য ডোবার কথা,,,,,,,
মনে পড়ে কি তোমার
নদিতে দলবদ্ধ হয়ে সাতার কাটার কথা,,,,
মনে কি পড়ে তোমার
আজো হারিয়ে যাওয়া সেই শৈশবের কথা,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,