কবিতাঃ স্কুল
লেখকঃহোসাইনুর রহমান সাগর

ফিরে আর পাওয়া যাবে না
সেই স্কুলের দিনগুলো,,,,,
আমার মনে পড়ে খুবই
স্কুলের স্মৃতিজড়ানো কক্ষগুলো,,,,,

খুব মনে পড়ে সেই
চিরচেনা মুখগুলো,,,,
পিতার মতো করিতো শাষন
শুধরে দিত আমাদের ভুলগুলো,,,,,,,

খুব মনে পড়ে সেই
স্কুল পালানোর দিনগুলো,,,
আরো মনে পড়ে সেই,,,,,
বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া দিনগুলো,,,,,

খুব মনে পড়ে সেই,,,,,
পরিপাটি করে সাজানো ছিলো বেঞ্চগুলো,,,,,
লাইব্রেরিতে রয়েছে সাজানো,,,,
নানা রকম বইয়ের আলমারিগুলো,,,,,,

খুব মনে পড়ে সেই,,,,,
পড়ালেখায় করা প্রতিযোগিতার দিনগুলো,,,,,
করেছি খেলা ক্লাস ফুরালে,,,,
সাক্ষী ছিলো সেই কলমগুলো,,,,,

খুব মনে পড়ে সেই,,,,,
ক্লাস শেষে টিং টিং করে বাজা ঘন্টাগুলো,,,,
হয়েছি তখন অবাধ্য কখন যাবো বাড়ি,,,,,
মনে পড়ে সেই দিনগুলো,,,,,,

বছর ফুরালে নতুন হতো
অনেকের গায়ের সেই স্কুল ড্রেসগুলো,,,,,
জানি ফিরে আর যাবে না পাওয়া ,,,,
স্কুল জীবনের সেই রঙিন দিনগুলো,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,