কবিতাঃ পুরনো দিনের কথা
লেখকঃহোসাইনুর রহমান সাগর
কোনো এক বিকেলে
তোমায় নিয়ে ঘুরতে যাওয়া,,,,,
একটু বসে গল্প করা
নয়তো একটু মন খুলে হাসা,,,,
মনে পড়ে কি আজো সেই
পুরনো দিনের কথা,,,
সন্ধ্যা হতেই চায়ের দোকানে
বন্ধুরা মিলে আড্ডা দেয়া,,,,
ঝড়ের দিনে বাড়ি ফেরার পথে
সেই কচুর পাতা মাথায় দেয়া,,,,
মনে পড়ে কি আজো সেই
পুরনো দিনের কথা,,,
কতোই না রঙিন ছিলো
মাঠে হতো প্রতিদিন খেলা,,,,
সপ্তাহের শুক্রবার ছিলো
বিটিভিতে ছবি দেখার পালা,,,
মনে পড়ে কি আজো সেই
পুরনো দিনের কথা।
কতোই না মজার ছিলো
সেই হারিয়ে যাওয়া দিনগুলি,,,
মেলায় গিয়ে ছিলো ঘুরাঘুরি
আরো হতো রাতের খেলা লুকোচুরি,,,,,
মনে পড়বে কি আজো সেই
পুরনো দিনের কথাগুলি।