কবিতাঃ মানব
লেখকঃ হোসাইনুর রহমান সাগর
বিধাতা মোদের করিয়াছে সৃষ্টি
বানিয়েছে মোদের মানব,,,,,,,
দিয়াছে মোদের বিধাতা সম্মান
সৃষ্টিকূলের সেরা মোরা মানব,,,,,,
হয়েছি মোরা শুধুই মানব
পারিনি হতে মোরা শ্রেষ্ঠ মানব,,,,
কর্মফলে হয়েছি মোরা শুধুই নিকৃষ্ট
তাও আজ যে মোরা মানব,,,,,
করেছি ভোগ অন্যের ভাগ
হয়নি বিচার শুধুই লাগে আজব,,,,,
অর্থের বড়াই করিয়া তুচ্ছ করেছি গরিব,,,,
এ যেন এক আজব,,,,,,,
করিয়াছি মোরা জাতি-বিভেদ
মানি না ধর্ম মোরা মানব,,,,,,,
দিতেছি শুধু অপরকে ধোকা,,,,
হইবো মোরা প্রভাবশালী মানব,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,