কবিতাঃ ঘুরছে মাথা
লেখকঃ হোসাইনুর রহমান সাগর
কাহারও ঘুরছে মাথা বয়সের লাগি
কাহারো বা ঘোরে মাথা অসুখের লাগি,,,,
হয়তো কারো ঘোরে মাথা
অধিক চিন্তা ভাবনার লাগি।
কাহারও ঘুরছে মাথা অভাবের ও লাগি,,,,,,,
কাহারো হয়তো ঘোরে অন্যের দেয়া ধোকারই লাগি,,,,
আবার কাহারো ঘোরে মাথা
অধিক পরিশ্রমের ও লাগি।
কাহারো ঘুরছে মাথা,,,,
ভবিষ্যৎ চিন্তা ধারার লাগি,,,,,,
আবার কাহারো ঘোরে মাথা
এ্যালকোহল এর পিনিকের লাগি,,,,
কাহারো ঘূরছে মাথা
ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার লাগি,,,,,
আবার কাহারও ঘুরছে মাথা
ক্ষুধা যন্ত্রণার লাগি।
কাহারো ঘুরছে মাথা
পারিবারিক চাপেরো লাগি,,,,
আবার কাহারো ঘুরছে মাথা
পরীক্ষার ফলাফলের লাগি,,,,,,,
কাহারো ঘুরছে মাথা
প্রতিবেশির সাথে ঝামেলার লাগি,,,,
এ জগতে প্রতিটি মানুষের ঘোরে মাথা
কোনো না কোনো লাগি,,,,,,।
,,,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,,,,