কবিতাঃ বিধাতার সৃষ্টি
লেখকঃ হোসাইনুর রহমান সাগর

কোথাও বিল কোথাও খাল
কোথাও নদি কোথাও সমুদ্দুর,,,,,
চারিদিকে ঘিরে আছে বিধাতার সৃষ্টি
চোখজোড়া যায় মোর যতোদূর।

কোথাও বসতি কোথাও নির্জন
কোথাও পর্বত কোথাও বনায়ন,,,,,
আকাশে উড়ে চলেছে পাখি
দেখিয়া শুধুই জুড়ায় এ মন।

কোথাও মাঠ কোথাও ঝিল
কোথাও রয়েছে অপরূপ ঝর্ণাধারা,,,
বয়ে চলেছে শুধুই  সেথা
অপরূপ জলের ফোয়ারা।

কোথাও ফলেছে সোনার ফসল
কোথাও বা রয়েছে হাজারো ফুলের মেলা,,,,
কোথাও বা আবার ফুলে-ফুলে
করে চলেছে প্রজাপতিরা খেলা।

বিধাতার সৃষ্টি বড়ই অপরূপ
এ দুটি আখি মোর যায় যতোদূর,,,,,
হারিয়ে যেতে শুধুই চায় এ মন
সৌন্দর্যে ঘেরা অচিনপুর ।

,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,,,,