এখানে আমি বলতে ষড়ঋতু বোঝানো হয়েছে

কবিতাঃ আসিব ফিরে
লেখকঃ হোসাইনুর রহমান সাগর

আসিব ফিরে আমি
সেই কালবৈশাখীর বেশে গ্রীষ্মের বেলায়,,,,,
রৌদ্রজ্জল আসহ্য গরমে
মাঠ ঘাট পুড়ে চৌচির হয়ে যায়।

আবার আমি আসিব ফিরে
শীতল পরশে বর্ষার বেলায়,,,,,
মেঘের গর্জনে মূষল ধারায়
খাল বিল জলে পূর্ন হয়ে যায়।


আসিব ফিরে আমি
শরতে নদির তীরে কাশফুলের মেলায়,,,,
খালে বিলে বইছে শাপলার হাসি
দৃষ্টি মোর যতোদূর যায়।

আসিব ফিরে আমি
শরতের পরে হেমন্তের ও বেলায়,,,,,
সর্ষে ফুলে মাঠ ছেয়ে যায়
কমতি নেই ধান পাকার বেলায়।

আসিব ফিরে আমি
আবার কনকনে শীতের বেলায়,,,,,
ঘাসের  আগায় শিশির জমা
আর চারিদিক কুয়াশায় ছেয়ে যায়।

আসিব ফিরে আমি
সেই কোকিল ডাকা বসন্তের বেলায়,,,,
কুহু কুহু সুরে ডাকছে কোকিল
সেই মধুর সুরে যেন মন হারিয়ে যায়।