আমরা জাতীতে বাঙ্গাল, তবে-
নীতিতে কাঙ্গাল,
সরকার নামের যন্ত্রটার পা
চাটছি চিরকাল!
আছে সরকার নামের বস্তু, একটা-
বাংলাদেশের ঘাড়ে,
দেখ ঘাড়ে রাখে চোর-বাটপার
আর, সাধু ধরে মারে ।
দুশো টাকার পন্য, বেড়ে-
পাঁচশো টাকায় যায়,
ওরা জনগনের কথা ভেবে
একশো টাকা কমায় !
দেশ স্বাধীনের মূলে যারা-
অন্যতম শহিদ জিয়া
তাঁর খেতাবটাও বাতিল হয়
রাষ্ট্রযন্ত্রের দোহাই দিয়া !
দেশ বাঁচাবে যারা, দেখ-
দেশটা খাচ্ছে তারা,
হয়ত, খেয়ে বেঁচে দেয়ার
ফন্দি আটছেন তারা !
গার্মেন্টস দিয়ে চলছে চাকা
অর্থনীতির গাড়ীর,আর
সে শ্রমিকদের বেতন দৈনিক
তিনশ টাকা দেয় সরকার !
দেশের পরিস্থিতি দেখলে আমার
ভীষন রকম হাসি পায়
গরীব ভোগে রোদ-বাদলে,
ওরা বসে করে চুরি এসির তলে নির্দিধায়।