তুমি যদি চাও আকাশে উড়িতে
গলায় লাগাবো দড়ি !
তা না হলে বলো কিভাবে তোমাকে
আকাশে উড়াতে পারি ?
পাহাড়ের চূড়ায় উঠিতে চাহিলে
গ্যাস বেলুনে ভরে,
কোমরে বাধিবো বজ্র আটুনী
রাখবো রশি দু‘হাতে ধরে।
মুরুভূমিতে কে যায় বলো দেখতে বালু ?
তুমি যেতে চাও সেথা,
উটের পিঠে বাধিয়া পাঠাবো
হারাবেনা তুমি হেথা।
সাগর তলে কিংবা জলে চাইলে যেতে
গিলতে হবে বঁড়শি তোমায় মাছের মত,
যত দূরেই যাওনা তুমি জলকেলিতে
ছিপটি রবে আমার হাতে অবিরত।
মহাকালের পথে তুমি চাইছ কেন একাই যেতে
সঙ্গী আমি হব তোমার ওপাড়েও,
বন্ধু আমায় ভাবতে তুমি নাইবা পাড়ো
শত্রু ভেবেই ওপাড়েও সঙ্গে নিয়ো ।