দুর্বল আর অসহায় আমি
কারো সাথেই পারি না,
মারতে চাইলে মারতে পারো
কোন প্রতিবাদ করিনা ।
প্রতিবাদের ভাষা আমি
খুঁজি বইয়ের অক্ষরে,
পাইনা খুঁজে সেথায় শুধু
জালিম শাহীর ভক্তরে !
ভক্ত আমি ভক্ত তুমি
ভক্ত ছিল মীর জাফর,
বেশী ভক্তি করে যারা
সেই স্যারেরা মহা চোর।
চুরি করে চোর ব্যাটারা
করে চুরি অভ্যাসে,
মন্ত্রী, এমপি, আমলারা সব
চুরি করে খায় গোগ্রাসে !
দুর্বল আমি নালিশ করি
সরকারী ওই দফতরে,
আমায় ধরেই মারে ওরা
মারে পাছায় চিৎ করে !
সরকার এখন সরকারীদের
বিরোধীদের নাই কেহ,
আমরা তোমরা যে যাই বলি
রাষ্ট্র মোদের এক দেহ।
রাষ্ট্রের উকিল লড়ে এখন
ধর্ষক- খুনির পক্ষেতে
বুঝতে মোদের নেইকো বাকি
আমরা যাচ্ছি কোন লক্ষ্যেতে