নদী আর নদী নেই, হয়ে গেছে মরু যে-
যেমন; আকাশে মিশিয়া থাকে চাঁদ, তারা, সুরুজে।
আগে জলে ডুবিয়া ছিল বালু কত রাশি রাশি
এখন বালু নদীরে বলে তুমি ডুবো আমি ভাসি।

নদী বলে বুঝে থাকি থৈ থৈ পানি কত
বুঝাটায় ভূল ছিল, যত পানি চর তত,
চর সেতো চর নয় বড় বড় এলাকা
চেনা জানা বা অজানা কত প্রানী যায় দেখা।

শত কোটি  টাকা দিয়ে বানায় কতনা সেতু
ভাবিয়া দেখেনা কেহ আছে কি প্রয়োজন হেতু,
হয়না সাধন সময় গেলে, বলে গেছেন জ্ঞানি গুনি
ভরে গেলে নদী পরে সেতুর কি প্রয়োজন শুনি!

বড় নদীর বড় জ্বালা,ছোট হয় চর পড়ে
ছোট নদী নাই হয়, দখলের ফাঁদে পড়ে,
সভ্যতা গড়ে ওঠে নদীর দু পাড়েতে
আর নদীটাই  নুয়ে পড়ে সভ্যতার ভারেতে।

দখল আর চর দ্বারা নদী মাতা মৃতপ্রায়
যা হয় হয়ে যাক, তাদের কি আসে যায়!
নদী বাঁচলে বাঁচে দেশ, সেটা শুধু শ্লোগানে
স্লোগানকারীরাই আজ দায়ী তারা গোপনে।