হে নারী; তুমি আসলে কি ?
মায়া নাকি কায়া !
নাকি শুধুই আশা জাগানিয়া
এক টুকরো সাদা মেঘের ছায়া।
নাকি হিমালয়ের সাদা উষ্ণ বরফ
গন্ধহীন গোলাপের অমৃত সৌরভ।
হে নারী; তোমাতে কি আছে
রুপ নাকি আশা !
নাকি কেবলই রহস্যময়তা
পুরুষের জীবনের কান্না-হাসা,
নাকি গভীর সমুদ্রের একফোটা জল
যেখানে যেতে চাওয়া শুধুই নিষ্ফল।
হে নারী; তোমাতে কেন এত আকর্ষন ?
ইশারা নাকি চাহুনী !
নাকি শুধুই নিরব কথা
তুমি কি মাতাল হাওয়া ফাল্গুনী ?
নাকি চৈত্রের খড়তায় একটু শীতল জল
কষ্টের পর সুখ যেখানে থাকে অবিচল ।
হে নারী; তুমি এত ভীরু কেন ?
লজ্জা নাকি ভয় !
নাকি উদাস তোমার মন
একটুতেই তুমি করতে পারো জয়।
নাকি নীল আকাশের তুমি নীলিমা
তুমি সাথী, প্রিয়া আমার চন্দ্রিমা?