তুমি আমার জীবনের শেষ গন্তব্য
অনেক পথ পাড়ি দিয়ে এসেছি,
না, শুনতে চাইনা আর কোন মন্তব্য
উদাস পথিকের মত হেটে চলেছি।
সেই আদিকাল থেকে হাটছি আর হাঁটছি
একটু বিশ্রাম পাইনি কখনও,কোনভাবে,
নীড়হারা পাখীর মত ডানা মেলেছি
কেটে গেছে অনেকটা কাল এমনিভাবে।
চাতকের মত মেঘের আশায় বসে থাকিনি
শুধুই তোমার আশায় কাল করেছি প্রক্ষেপন
তবুও কেন তুমি আজও আসোনি ?
তোমাকে যে আমার নিতান্তই প্রয়োজন।
দোহাই তোমার দূরে আর থেকোনা
দেখা দাও,কথা কও, নিয়ে যাও আমায়
বিনিময়ে যা চাও বলো,গোপন রেখ না,
থাকতে চাইনা এখানে আর কিঞ্চিৎ সময়।
হে মৃত্যু,তুমি আমায় গ্রহন কর !
নিয়ে যাও এই পৃথিবী নামক নরক থেকে,
হে মৃত্যু, এই যন্ত্রনা থেকে আমায় মুক্ত কর
নিয়ে যাও আমায় সেই অচেনা অমৃতপুরে।