আমি এখন আর হাসি না ,
হাসি হাসি ভাব ধরি!
ঘরে বসে থাকি না
এখন আর হাসি না।

সমাজেতে বাস করি
অসামাজিক কাজ করি!
নির্বাক থাকি না,
তবুও আমি হাসি না ।

এলোমেলো চলি-ফিরি
এটা ধরি ওটা করি
স্থির কভূ থাকিনা,
এখন আর হাসি না

ভালবাসি, বাসি ভাল
মন খুলে প্রেম করি
কারও কাছে আসি না
এখন আর হাসি না।

কথা বলি গান গাই
মাঠে গিয়ে খেলা করি
কারও অগোচরে থাকি না,
এখন আর হাসি না।

হাসি হাসি ভাব ধরি
হেসে দিন পার করি
তবে সেটা হাসি না !
আজও আমি হাসি না।