হে একুশ ; তুমি কি স্বার্থবাদী নও ?
তবে দূর হও !
অনেক দূরে চলে যাও অস্বিত্ব থেকে।

হে একুশ; তুমি বলে যাও
কেন বারবার দেখা দাও ?
আহত বাঙ্গালীর হৃদয় তটে।

হে একুশ; কেন কেড়ে নিলে ?
স্বপ্ন ভেঙ্গে দিলে,
দুখিনী মায়ের ছিল যত আশা!

হে একুশ; বুঝিনাতো আমি
কি চাও তুমি ?
রক্তের বিনিময়ে দিয়েছ এই বাংলা ভাষা।

হে একুশ; তুমি অমর হতে
পূর্ব পাকিস্তানের রাজপথে
নামিয়েছিলে ভাষার মিছিল!

হে একুশ; তোমার কারনে কত
বাংলা মায়ের সন্তান যত
সয়েছে দুঃখ,অবিরত,অবিচল।

হে একুশ;তুমি কি হিংস্র দানব ?
ঘায়েল করতে চেয়েছিলে বাংলার মানব,
রফিক,শফিকের রক্তে রঞ্জিত করেছিলে হাত।

হে একুশ; তবুও কি পেয়েছিলে ?
যা তুমি চেয়েছিলে !
ছিনিয়ে নিতে আমার মায়ের ভাষা।

হে একুশ; তবুও তোমায় জানাই সালাম
তোমার জন্যই ভাষা পেলাম
নিজ ভাষাতেই লিখতে পারি,মনের দুঃখ আশা।