কেউ একজন এসেছিলো, নীরবে হেসেছিলো
গোপনে বলেছিলো কিছু কথা
আতঃপর সে চলেও গেলো আধো-অন্ধকার ক্ষনে।
সাবলীল সে অবলীলায় মুক্ত মনে, খোলা চুলে
উন্নত বক্ষে জড়িয়ে ছিল রেশমি কাপর
উষ্ণ সে মুহূর্ত কি অপরূপ,শুধুই পড়ে মনে ।
নেশাসম তার ঠোটের স্পর্শ, শিহরিত দেহ
পুলকিত আখিঁ, তবে অতৃপ্ত মন
হতে চেয়েও অনেক কিছু হওয়া বাকি।
সর্বাঙ্গে বুলিয়েছি পরশ, করেছি তাকে আদর
বের করেছি তার মনের না বলা যত ইচ্ছা
নিশি-দিন বা প্রতিদিন সে দৃশ্য কল্পনাতে দেখি।
তাকে চেয়েছি বাহু বন্ধনে বাঁধিতে চিরকাল
ক্ষনস্থায়ী সুখে আর যাই হোক মন ভরেনা
সে বলে, লোভ ভালোনা, অল্পে থাকো খুশি।
যেভাবে এসেছিল সেভাবে সে গিয়েছে চলে
সে চলে গেলো আধো-অন্ধকার ক্ষনে।
ব্যথা ভরা মন আজ তার বিরহে বিরহী।