গরীবের ঘোড়া রোগ
যাই হোক
চাই তার সেরাটা !

আধাঁরে আলো যোগ
জয় হোক
দূর হোক নিরাশা।

আকালের এ কালেতে বল ভাই
কই যাই
হাট কিংবা বাজারে ?

সেথা গিয়ে লাভ নাই
কোথা বলো টাকা পাই ?
শত এর পণ্য পওয়া যায় হাজারে !

প্রিয়জন যতনে রাখি
তবুও সে দেয় ফাকি,
অসময়ে কাছে সে থাকেনা।

দুঃখকে  কষ্টে রাখি ?
বিদায় বলে থাকি,
তবুও সে সঙ্গ ছাড়েনা।