স্রোতস্বিনী,
বৃষ্টি ঝরা কোন রাতে যদি,
তোমার চোখ জুড়ে নিদ না আসে,
ভুল করে যদি আমায় মনে পড়ে যায়
সেই অবেলায়,
মন খারাপের রাতে;
জানালার পাশে তুমি এসে দাঁড়িয়ো,
গ্রিলের ওপাশে হাত দুটি প্রসারিও।

বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সকল কষ্ট ধুয়ে দেবো।
ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে ছুঁয়ে দেবো
তোমার নরম-কোমল, তুলতুলে গাল গোলাপী ঠোঁট!
দমকা বাতাস হয়ে ছুঁয়ে যাবো তোমার এলো চুল।

বুঝে নিও ওটা বৃষ্টি ছিলনা!
বৃষ্টির মত ঝরে গলে যাচ্ছিলো আমার কান্নার স্রোত,
আমার কষ্টগুলো কান্না হয়ে ঝরে পড়ছে
তোমাকে একটু ছোঁবে বলে।

স্রোতস্বিনী!
তখনো ছিলাম আমি, আজো আছি বৃষ্টিচ্ছটা হয়ে
তোমার আলিঙ্গনের সুখ গায়ে জড়াবো বলে,
জনম জনমের তরে।





সীতাকুণ্ড, চট্টগ্রাম
১০/০১/২০২৩