আমি মেঘদল!
উর্বশীর বুকে ঝড়াই বজ্র,
ঝনঝন দিকবিদিক শূন্য!!
অসীমের মাঝে অসম এক প্রেমের বর্ম!!!

কাননে বাজে আজ বিষাদের সুর-
তুমি ঊর্বশী, ঘুমপরী
বিষের পেয়ালা আজ মুখে তুলে নাও
এই এলো বলে বজ্রনিনাদ।
উলু বনে নাচিছে রিক্ত-সিক্ত প্রনয়ের ডঙ্কা
গিলে নাও মেঘদলের যত বিষ ভালোবাসা পূর্ণ!!!

একতাল, ত্রি-তাল
বিষাদের ঝংকার তুলে আনন্দে নাচো।
উর্বশী, বজ্র খাও- বজ্র বিলাও,
আমি মেঘদল
মিলিয়ে নিও শেষ রাতের নৃত্য!

করজোড়,
ক্ষমিও-
অপরাধ হবে যত শেষরাতের নৃত্য!!!




সীতাকুণ্ড, চট্টগ্রাম
১০/১২/২০১৯