নীল আকাশে খোকার ঘুড়ি
উড়ছে হেলে-দুলে,
আনন্দ আর যায় না ধরা
গর্বে যে বুক ফুলে।
গুড়ুমগুড়ুম আকাশ থেকে
এই নামে এই বৃষ্টি,
মনটা খোকার হয় যে ভারী
অশ্রুসজল দৃষ্টি।
মেঘের ফালি হঠাৎ ঠেলে
সূর্যি মামা উঠে,
তাইনা দেখে খোকার মুখে
হাসি যে ফের ফুটে।
০৫.০৯.১৫