ডাকছো যাকে বাবা বলে
সে তো শুধুই বাবা নয়,
কখনো সে ভালোবাসে
কখনো বা নিঠুর হয়!
আদর করে শাসন করে
সবই তোমার মঙ্গলে,
নিজের গায়ে থাক বা না থাক
জড়ায় তোমায় কম্বলে।
গরমকালে কষ্ট যে পায়
তবু তোমায় ফ্যান দিয়ে,
শীতল রাখে কেয়ার করে
সারাটিক্ষণ ধ্যান দিয়ে।
এই বাবাটির বৃদ্ধকালে
অসুখ-বিসুখ করলে ভর,
একটুখানি খোঁজ খবরের
হয় যেন ঠিক অবসর।