ভিন দেশেতে মানব পাচার
খবর শুনি নিত্য,
করছে খালি বুকটা মায়ের
যাচ্ছে ফেটে চিত্ত।
কয়েক টাকার বিনিময়ে
মানুষ হচ্ছে পণ্য,
ঝুট-ঝামেলায় জঙ্গলে গুম
ব্যাপার কি জঘন্য।
চাই বৃদ্ধি নজরদারি
সীমান্ত রাখ আগলে,
পথ পাবে না পালিয়ে যাবার
আম জনতা জাগলে।
প্রকাশিত : দিনের ছড়া, দৈনিক বাংলাদেশ সময়, ১৪।০৫।২০১৫