গ্রামটা হলো শান্তির,
মিছে মানুষ ছোটে ঢাকা
বন্ধু হয়ে ক্লান্তির।
কানায় কানায় পূর্ণ শহর
ভালো এবং মন্দে,
হঠাৎ করে ঢাকায় গিয়ে
পড়ে মানুষ ধন্দে।
আকাশ বাতাস ভরে আছে
নানান রকম বিষ,
ঢাকার মানুষ হা হুতাশই
করছে অহর্নিশ।
বি.দ্র. বাংলাদেশ সময়ে ১৮.০২.২০১৫ তারিখে প্রকাশিত