বংশবৃদ্ধি করবে ইলিশ
ইলিশ যদি না ধরি,
এগার দিনের বিধিনিষেধ
অমান্য কেউ না করি।
এই কটা দিন মা মাছেরা
নদীতে ডিম ছাড়বে,
মা ইলিশকে ধরো না কেউ
তবেই বংশ বাড়বে।
বংশবৃদ্ধি করতে দাও
এই প্রজনন মৌসুমে,
তবেই সবাই ইলিশ পাবো
থাকবে আরও কোল্ড রুমে।
তবুও যদি ইলিশ ধরো
বিধিনিষেধ না মেনে,
জেল ও জরিমানা হবে
আইনের কথা নাও জেনে।
জাতীয় মাছ ইলিশ হলো
অমূল্য এক সম্পদ,
রক্ষা করব সবাই মিলে
ইলিশ আর নদী-নদ।
বি.দ্র. ছড়াটি ১৩.১০.২০১৪ তারিখে দৈনিক সমকালের সারাবেলাতে সমকালীন ছড়া কলামে প্রকাশিত