দুনিয়া জুড়ে সুখের খোঁজে
ছুটছে মানুষ নিরন্তর,
মিলছে কারো ভাঙছে আবার
কষ্টে গড়া সুখের ঘর।
সুখের খোঁজে ঘুরছে মানুষ
বাড়ছে শুধু হৃদয় ক্ষত,
গ্রাম গঞ্জ শহর ঘুরেও
মিলছে না যে মনের মত।
আমিও খুঁজি সুখ পাখিটা
সকাল সন্ধ্যা দিগবিদিক,
কিন্তু আজও পাইনা দেখা
সুখ পাখিটার নেই যে ঠিক।
আর কতকাল খুঁজবো বলো
অচিন গাঁয়ের সুখপাখি?
সুখের খোঁজে ঘুরছি- শেষে
মিলবে আশা তাই রাখি।