তৃষ্ণা মেটাও চাতক পাখি
বৃষ্টি এলো ধরায়,
আমিও খুব তৃষ্ণাকাতর
জল শুকানো খরায়।
খুব সকালে ঘুম ভাঙাতে
মোরগ সুরে বাঁকে,
আমার চোখেও ঘুম থাকে না
কেউ যেন ঠিক ডাকে!
বক ধরে মাছ উদর ভরায়
শিকারে ফর্দ ভরা,
মাছগুলো তাই চমকে উঠে
ভয়ে জীর্ণ-জরা ।
ক্ষুধার জ্বালা উর্ধ্বমুখী
ছোটে খাবার-পিছে,
হায়েনার দল বানর ভাবে
মানব কত নিচে!
ক্ষুধার জ্বালায় অস্থিরতায়
সৃষ্টিকুলের প্রাণী,
আজ দয়াময় অনাচার নাশ
করো ইতি টানি।