শরৎ রাণীর রূপ মহিমায়
মুগ্ধ করে দেশ,
স্নিগ্ধ বাতাস পরশ বুলায়
মুক্ত পরিবেশ।
আমন ধানের সবুজ বুকে
ঢেউয়ের সেকি ছল,
ঝকমকে রোদ জলে বাড়ায়
মাছের কোলাহল।
নীল আকাশে ধবধবে মেঘ
সাঁতরিয়ে যেই খেলে,
কাশের বনে প্রেমিক হারায়
প্রেমিকা তার এলে !
শরৎ মাতায় শাপলা শালুক
বকুল শিউলি ফুলে,
দোলনচাঁপা খোঁপায় গুঁজে
ফুলপরিরা দুলে।
শরৎ সাঁঝে নজর কাড়ে
সাদা বকের ঝাঁক,
আহার শেষে নীড়ে ফিরেই
আহা কি হাঁকডাক।
রচনা কালঃ ৩রা ভাদ্র ১৪২৮
মিরপুর দুই, লাভ রোড, ঢাকা-১২১৬