টাপুর-টুপুর,বর্ষা- দুপুর
ক'দিন ধরে নেই যে,
ঘোমটা খুলে,লেজ গুটিয়ে
মুখ-লুকালে সেই যে?
আপদ কালের জীর্ণ জরায়
মানব কূলে শঙ্কা,
পেশীর জোরে করোনা তার
প্রভাব খাটায় তাও নিরাকার
মানব কূলে ধ্বংস লীলায়
বাজাচ্ছে তার ডঙ্কা ।
রাজ্যপালের আদেশ মেনেই
গনতন্ত্রের শূলে,
বন্দিদশায় - দেশ জনতার
অস্তিত্ব আজ ঝুলে !
বিধি তোমার সব রহমত
দাওনা এবার ঢেলে,
উঠিয়ে নাও -সকল খরা
ফিরিয়ে দাও - পুণ্য ধরা
পাপাচারী ক্ষমা চায় আজ
হৃদয় দুয়ার খুলে।
রচনা কালঃ ১২/০/২০২১
মিরপুর,ঢাকা- ১২১৬