করোনা -তাই স্কুলে নেই
সচল লেখাপড়া,
অচল পড়ে পড়ার টেবিল
বদলে গেছে ধারা।

অনলাইনে হচ্ছে ক্লাশ
অটোমেটিক ঝুমে,
স্কুলে নয় শিক্ষক- একাই
লেকচার দিচ্ছে রুমে !

আমার ঘরে, আমার স্কুল
বাপের কেনা ফোনে,
ছাত্র-ছাত্রী ঘর ছেড়ে যায়
একান্তে নির্জনে।

নেট জগতে পাবজি, লুডু
ফ্রি-ফায়ার খেলে,
শিশু-কিশোর আসক্ত আজ
যাচ্ছে রসাতলে  !

রচনা কালঃ ১১/০৬/২০২১
লাভ রোড, মিরপুর দুই
ঢাকা :- ১২১৬