বর্ষা বাদল দিচ্ছে দোলা
শিশু-কিশোর মনে,
করোনা তাই ইস্কুল ও নেই
হাঁফ ছেড়ে দিন গোনে।
শিক্ষানীতি আটকে আছে
ইস্কুলে নেই পড়া,
অনলাইনে জুম ও রুমে
করছে ঘুরা ফিরা।
পরিক্ষা হয় অনলাইনে
পড়া লেখাও জুমে,
সেটাও আবার নিজের রুমেই
বই খুলে , ঘুম- টুমে।
শিশুর ঘরে শিশুর ইস্কুল
চকচকে ফোন হাতে,
পড়ার ছলে,পাপজি,লুডু
খেলছে দিনেরাতে ।
ঘুমিয়ে আজ- শিশুর পিতা
নীরব শিক্ষানীতি,
ফিরিয়ে দাও বিদ্যালয়ের
সচল শিক্ষা রীতি।
রচনা কালঃ ২০/০৬/২০২১
মিরপুর দুই,
ঢাকাঃ ১২১৬