"রাত জাগা পাখি'""
সৃজনেঃ আলতাফ হোসেন
রাত নীশিতে কোন-সে পাখি
কন্ঠে কি-সুর-আঁকে,
একা সে'নয় যেই থামে-সে
তদ্রূপ-ক্ষীণ ডাকে ?
কান পেতে রই,ভাষার মানে
বুঝা যায় না-কিছু,
হাল ছাড়িনা কাব্য নেশায়
ডাক শুনি তার পিছু।
বংশী সুরে যুগল কন্ঠের
ঢালছে প্রেমের সুধা,
নির্ঘুম আমি ওদের প্রেমে
মিটাই আপন ক্ষুধা ।
এভাবেই ঠাঁয়-রাত কেটে য়ায়
চমকাই দেখে পাখি,
আ-হা কি রূপ দেখে তার নাম
রাত জাগা পাখি রাখি।
রচনা কাল:-২১/০৩/২০১
(১৭ তম বিবাহ বার্ষিকী, বিশ্ব কবিতা দিবস-নিশি রাত)
লাভ রোড, মিরপুর ০২
ঢাকা-১২১৬।