মাঘের শুরু শীতের গুরু
ভাব ধরেছে বেশ,
দখল দারি ছাড়তে আঁড়ি
বাড়াচ্ছে তাই রেশ
আয়ূ যে আধা শেষ ?
হিসেব কষে ভাবছে বসে
হিম কুয়াশা ঢেলে,
মানব মনে দানব রণে
ভয়টা যাবে ফেলে
আপন ডানা মেলে।
মাঘের বায়ে বাঘের গায়ে
শীত করেছে ভর,
হংস বালা মহিষ কালা
কাঁপছে থরথর
জলেস্থলে ডর !
ঋতুর রাজা দেখছে মজা
ভাবছে শুধু বসে,
ফাল্গুন এলে আগুন ঢেলে
রূপ ছড়াবে শেষে
ফুল জড়িয়ে কেশে।
কালুখালি ,রাজবাড়ী
১লা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ