"কি অপরূপ শোভা"
সৃজনেঃ আলতাফ হোসেন
শীত বিদায়ের প্রভাত দেখে
হলাম সেদিন মুগ্ধ,
সুরুজ মামা গোমড়া মুখে
তুষার অবরুদ্ধ।
ফজর শেষে নিয়ম করে
হাটছি ক'দিন বেশ,
মন ছুঁয়েছে মুক্ত বাতাস
স্নিগ্ধ পরিবেশ।
শিশির ভেজা সবুজ ক্ষেতে
দুলছে শুভ্র চাদর,
সৃষ্টি যেন আপন হাতে
করে প্রীতি আদর।
শিমুল ফুলে নজর কাড়ে
কি অপরূপ শোভা,
যেমন চুলে ফুলের খোঁপা
বড্ড মনোলোভা ।
বিড়াল দেখে আঁতকে উঠে
গিলতে থাকি ঢোঁক,
কপাল ভালো মান বেঁচেছে
শুন্য ছিল লোক।
রচনাকাল:-
১৪-০৩-২০২১
লাভরোড মিরপুর দুই
ঢাকা বাংলাদেশ।