খোকা-খুকু ভাব ধরেছে
ভাত খাবে না আজ,
ফোনালাপে খোকার মা-সব
বললো ফেলে কাজ !

শুনেই আমি আঁতকে-উঠি !
জবাব যে নেই তার,
কোমল মতি অবুঝ শিশুর
মুক্ত অধিকার ।

নতুন বছর,প্রথম রোজায়
পহেলা বৈশাখ,
খোকা খুকুর ঈদ-আনন্দে
বেড়েছে হাঁকডাক।

আঙুল গুনে, তিন লাফ দিয়ে
শুনায় তিন দফা,
বোনাস,জামা-তিনটা পাবো
নয় তো-নেই রফা।

মা-বলেছে কাটুক খরা
সচ্ছল হোক বাপ,
দাবি ওঠে-অনশনের
পুরোন হলেই মাপ ।

রচনা কালঃ ১৩/০৪/২০২১
মিরপুর-দুই ,লাভরোড ,
ঢাকা-১২১৬