আমার স্বভাব আমার চেয়ে
কে জানে আর ভালো,
কতটা তার বিশুদ্ধ-আর
কটকটে রূপ কালো ?
বেশভূষাতে যাজক বটে
অনিষ্টকর ঢালও !

তীর্থ ভ্রমণ নিত্য করি
অবগাহন শেষে,
মনের সুখে ফানুস উড়াই
জনমনে বিভেদ ছড়াই
রক্ত হোলির ভেঁপু বাজাই
ঝর্না ধারায় ভেসে ।


অন্ধভক্ত ভীরুর কাছে
আমি তাদের কাজী,
ওদের মাথায় কাঁঠাল ভেঙে
নাকের ফুটোয় বল্গা টেনে
নাঙ্গা খড়্গে রাজ্য কাঁপাই
অশ্বারোহী সাজি ।


লাভরোড, মিরপুর- দুই
ঢাকা-১২১৬