বর্ষা - এলেই ভ্রমণ ধারায়
অনেকেই হয় বুঁদ,
প্লাবনে তার রূপ বদলায়
একূল-ওকূল সব কেড়ে নেয়
অনাহারী বাণ-ভাসিদের
হাসি ফোটায় খুদ !
ত্রাণের নামে নজর কাড়ে
দূর্নীতি আর সুদ ?
বর্ষা - এলেই মৎস্যজীবীর
জীবিকার টান বাড়ে,
ডিঙি, নৌকায় নদীর জলে
মাছের নেশায় আহার ভুলে
দেনা-পাওনার হিসাব চুকায়
স্বস্তিতে শ্বাস ছাড়ে,
পতন ঘটলে নদী -গর্ভেই
হারায় পরপারে ।
বর্ষা- এলেই শিশু কিশোর
উৎসবে মাতে বেশ,
কদম,কেয়া , বকুল শোভায়
বর্ষা সাজায় কেশ।
লাভ রোড, মিরপুর দুই
ঢাকা-১২১৬
📎কপিরাইট সংরক্ষিত।