নখ কেটেছে এইতো দু'দিন
রোগ বেড়েছে তাও সীমাহীন
ছিলাম সেটাও-বড্ড একা
হঠাৎ দিলো আপদ দেখা।
ক্ষুধা কি আর-নিষেধ মানে
না আছে তার ভয়টা জানে
হামলা চালায় সময় মেপে
ঠিক,তখনই উঠি কেঁপে !
আজ এ নখের -মর্মক্ষত
বুঝায় সে তার প্রভাব কত
বুঝে গেছি তাকে ছাড়া-
উদর জালা আত্মহারা !
খানিক কাটে নিরবতায়-
হিসাব মিলাই বাস্তবতায়
আজ বাদে কাল বৃদ্ধ হলে
চলতে হবে পরের বলে ।
ভাবতে গিয়ে ঘোর কাটেনা
রাঁধতে, খেতে-হাত চলেনা
বাড়ছে ক্ষুদা -জ্বলছে নাড়ি
বাইরে বাধা মহামারী-!
রচনা কালঃ ১২/০৩/২০২১
লাভরোডঃ মিরপুর দুই
ঢাকা-১২১৬