অপূর্ণ সাধ ?
••••••••••••
আজকে যে সেই স্মৃতিময় দিন
চার বছরের ক্ষত,
তোর সাথে ঐ খুঁটির কথা
মনে পরছে কত।

ঐ খুঁটিতে বহন করে
দু'খিনী মার স্মৃতি,
যতবার যাই একটু বসে
স্বরণ করি প্রীতি ।

মা ওখানে পান চিবিয়ে
ঠোঁট রাঙাতো লালে,
মাতৃ সোহাগ ছেড়েছে আজ
আধা যুগ- এক কালে।

এইতো সে ঘর,সিঁড়ি খুঁটির
দেখছিস নিরবতা,
বিধির কাছে হার মেনেছে
নিষ্ঠুর মানবতা ।

বাবা মায়ের শূন্যতায় আজ
দুঃখ ভরা বুকে,
খোদার দ্বানে তোকে পেয়েও
অপূর্ণ তোর মুখে !

তুই বিহনে ঐখানে মায়
করতো বসে দোয়া,
তোর অবয়ব মাতৃ স্বরূপ
তুই যে মায়ের ছোঁয়া ।

বিদায় বেলা সেদিন যে তুই
খুব কেঁদেছিস দু'খে,
শ্রষ্ঠা দেয়নি মুখের ভাষা
বোল ফোটেনি মুখে !

খোদার কাছে প্রার্থনা মোর
শোন মোর ফরিয়াদ,
তুমিই জান মনের ব্যথা
পূর্ণ কর সে সাধ ।