ছিল বসন্ত,ছিল অশান্ত হৃদয়
ছিল অভিমান,অভিনয়ে ভরা মন।
ছটফটানি ছিল আধারে লুকায়-
কিভাবে হেলায় তুমি হলে আপন।

ছিলাম একা,অবহেলা হল সাথী
যেন খুজতাম তোমায়,তোমার ছায়া -
আমায় করেছে আপনারই বিবাদী।
চল বুজি আখি,খুজি আপামর মায়া।

মন খারাপের দিনে, তুমি বরষন হলে-
বার বার শীতল মেঘে বজ্রপাত কিংবা
মরুভূমির ধুলো ঝড়ের ছলে-
তুমি বারংবার আমার ভাবনা হলে।


তুষার পাতের শীতলতম দিনে,
ঘরের কোনে, উষন হাতে কার হাত আছে লাগা?
চারদিকে হতে, নিপতত ঋণে-
মন খারাপের দিনে তুমিই ভাললাগা।